Payment & Refund Policy
এই নীতিমালা Dhaka Arot পরিচালিত ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পাদিত সকল লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
Dhaka Arot-এর ওয়েবসাইটে অর্ডার প্রদান করার মাধ্যমে গ্রাহক এই নীতিমালার সকল শর্তে সম্মত বলে গণ্য হবেন।
১. পেমেন্ট সংক্রান্ত শর্তাবলী
- Dhaka Arot একটি প্রি-পেইড ই-কমার্স প্ল্যাটফর্ম। সকল অর্ডার কনফার্ম করার পূর্বে গ্রাহককে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন না হলে অর্ডার বাতিল বলে গণ্য হবে।
- পেমেন্ট ব্যর্থ, অসম্পূর্ণ অথবা বাতিল হলে Dhaka Arot অর্ডার গ্রহণে বাধ্য থাকবে না।
২. রিফান্ড নীতিমালা
নিম্নোক্ত পরিস্থিতিতে রিফান্ড প্রযোজ্য হতে পারে—
- অর্ডারকৃত পণ্য স্টক অনুপলব্ধ থাকলে;
- Dhaka Arot কর্তৃক অর্ডার বাতিল হলে;
- পেমেন্ট সম্পন্ন হওয়া সত্ত্বেও অর্ডার কনফার্ম না হলে।
- উপরোক্ত ক্ষেত্রে প্রযোজ্য রিফান্ড গ্রাহকের পেমেন্ট সম্পন্ন হওয়ার ৩০ (ত্রিশ) থেকে ৬০ (ষাট) মিনিটের মধ্যে প্রদান করা হবে।
- রিফান্ড কেবলমাত্র সেই মাধ্যমেই প্রদান করা হবে, যেই মাধ্যমে গ্রাহক পেমেন্ট সম্পন্ন করেছেন।
৩. রিফান্ড প্রসেসিং
- মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংকিং চ্যানেল বা তৃতীয় পক্ষের পেমেন্ট গেটওয়ের কারণে রিফান্ড প্রক্রিয়াকরণে অতিরিক্ত সময় লাগতে পারে, যা Dhaka Arot-এর নিয়ন্ত্রণের বাইরে।
- এই ধরনের বিলম্বের জন্য Dhaka Arot কোনো আর্থিক দায় বহন করবে না।
৪. অর্ডার বাতিল সংক্রান্ত শর্ত
- অর্ডার প্রসেসিং শুরু হওয়ার পর গ্রাহক কর্তৃক অর্ডার বাতিলযোগ্য নয়।
- বিশেষ পরিস্থিতিতে Dhaka Arot নিজস্ব বিবেচনায় অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৫. কর্তৃপক্ষের অধিকার সংরক্ষণ
Dhaka Arot যেকোনো সময় পূর্ব নোটিস ব্যতিরেকে এই পেমেন্ট ও রিফান্ড নীতিমালা আংশিক বা সম্পূর্ণভাবে পরিবর্তন,
পরিবর্ধন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।
৬. আইন ও বিচারিক এখতিয়ার
এই নীতিমালা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যাত হবে এবং এ সংক্রান্ত যেকোনো বিরোধের ক্ষেত্রে
বাংলাদেশের আদালতের এখতিয়ার প্রযোজ্য হবে।